মধ্যরাতে কেঁপে উঠল ভারতের সীমান্ত, ভূমিকম্প অনুভূত হল লাদাখে
বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার ফের মধ্যরাতে কেঁপে উঠল লাদাখ। এই কম্পনের মাত্রা ৩.১ ছিল রিখটার স্কেল অনুযায়ী। ঘড়িতে তখন রাত ১.০৬ মিনিট। পায়ের তলার মাটি আচমকাই দুলে ওঠে। লেহতেও এমনকি কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানাচ্ছে এই কম্পন হয় রাত একটা পাঁচ নাগাদ । তবে কোনও খবর মেলেনি প্রাণহানি বা ক্ষয়ক্ষতির। যদিও বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। উল্লেখ্য এর আগে লাদাখ কেঁপে উঠেছিল মার্চের ৬ তারিখে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতাছিল ৩.৬।
কিছুদিন আগেই জানা যায়, পশ্চিমবঙ্গ, সিকিম,অসম,ভুটান,মায়ানমার, বাংলাদেশে বড় ভূমিকম্পের মুখে পড়তে চলেছে উত্তরাখণ্ডের প্রবল বিপর্যয়ের জেরে। এই ভূমিকম্পের সম্ভাবনার কথা জানান ভূবিজ্ঞানী সুজিব কর। তিনি বলেন, চলতি বছরের এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই ভূমিকম্পের প্রবল সম্ভাবনা রয়েছে । এই ভূমিকম্পের তীব্রতা বেশিই থাকবে এবং এর ফলে আশংকা রয়েছে ব্যাপক ক্ষয়-ক্ষতিরও। তিনি আরও জানিয়েছেন, উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় ও তার ফলে হিমালয়ের ভারসাম্য নষ্ট হওয়া সম্প্রতি দিল্লির ভূমিকম্প হওয়ার অন্যতম প্রধান কারণ।