বীরভূমে উত্তেজনা ছড়ালো কার্যালয় ভাঙচুর এবং পতাকায় আগুন লাগানোকে কেন্দ্র করে
বেস্ট কলকাতা নিউজ : বীরভূমের ২টি ভিন্ন গ্রামে একই দিনে যথাক্রমে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে আগুন লাগানো এবং বিজেপি-র দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগকে ঘিরে এলাকাগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ২টি ক্ষেত্রেই এবং অভিযোগ অস্বীকার করেছে এই ২ শিবিরই।বীরভূমের পাড়ুইয়ের অবিনাশপুর গ্রাম পঞ্চায়েতের হাটটিগ্রে গ্রামে প্রথম ঘটনাটি ঘটেছে। নির্বাচন উপলক্ষে তৃণমূলের একটি অস্থায়ী কার্যালয় বানানো হয়েছিল এই গ্রামে। তৃণমূল বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে রবিবার রাতে তারাই ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়েছে বলে। তবে বিরোধী শিবির তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ।
পরের ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাপালং গ্রামে। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রবিবার রাতে বিজেপি-র পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার । যা একরকম অস্বীকার করেছে শাসক শিবির । ২টি ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের এই ২টি গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে।