চীন সক্ষম ভারতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করতে, আশঙ্কা প্রকাশ বিপিন রাওয়াতের
বেস্ট কলকাতা নিউজ : চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে বেশ খানিকটা উন্নতির দিকে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর। এমন এক পরিস্থিতিতে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত জানালেন, যেভাবে ভারতের থেকে এগিয়ে রয়েছে চিনের প্রযুক্তি। তাঁর আশঙ্কা, ভারতের উপর আসতে পারে চিনের তরফে কোনও বড় সাইবার হামলা।
জেনারেল রাওয়াত আরও জানিয়েছেন,চিন ক্রমশ আত্মপ্রকাশ করছে শক্তপোক্ত প্রযুক্তি নির্ভর দেশ হিসাবেও , প্রযুক্তির দিক থেকে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চীন । বিস্তর পাথক্য রয়েছে এমনকি দুদেশের মধ্যেও। চীন প্রচুর বিনিয়োগ করেছে নতুন প্রযুক্তিতে। ফলে কোনও নতুন বিষয় নয় চীনের তরফে ভারতের ওপর সাইবার হামলার ঘটনা।
তবে বিপিন রাওয়াতের মতে ,ভারতও পিছিয়ে নেই এমন আশঙ্কা করে। সাইবার সিকিউরিটির দিক থেকে ভারত গড়ে তুলতে শুরু করেছে একটি প্রতিরক্ষা দলও। আশঙ্কা রয়েছে যে চিন, বড়সড় হামলা আনতে পারে ভারতের সাইবার নিরাপত্তায়।ভারতকে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তার বন্ধু দেশের মধ্যে কোনওরকম নিরাপত্তাহীনতা তৈরি না করেই।