‘অক্সিজেন লঙ্গর’,চালু হল কলকাতার বেহালায় পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে
বেস্ট কলকাতা নিউজ : অক্সিজেনের আকাল একরকম চরমে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে। বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এমনকি সময়মতো অক্সিজেন না পেয়ে। এরাজ্যেও পরিস্থিতি তার ব্যতিক্রম নয়। সেই সমস্যা সমাধানে এবার রবিবার বেহালায় চালু হল ‘অক্সিজেন লঙ্গর’। এই লঙ্গর চালু করা হয়েছে বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও ইন্ডিয়ান হিউম্যানেটেরিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনের উদ্যোগে ।
রবিবার মোট ১৮ জন সেই পরিষেবা পেয়েছেন বেহালা গুরুদ্বারায়। বেহালা গুরুদ্বারার সাধারণ সম্পাদক সতনম সিং আলুওয়ালিয়া জানিয়েছেন, অক্সিজেন দেওয়া হবে চিকিত্সকের পরামর্শের ভিত্তিতেই ।প্রেসক্রিপশন আনতে হবে এই পরিষেবা পাওয়ার ক্ষেত্রে । তাতে বলা থাকতে হবে যে অক্সিজেন লাগবে রোগীর জন্য। আধার কার্ডও লাগবে সেই সঙ্গে । এই বিষয়ে গুরপ্রীত সিং আরো বলেন, ‘আমরা সিলিন্ডার দিই না এবং সিলিন্ডার রিফিলও করিনা। আমরা রোগীকে এখানে নিয়ে আসতে বলছি। সেই রোগী যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে বেড পাচ্ছেন, এখানে সেই রোগীকে ততক্ষণ পর্যন্ত অক্সিজেন দেওয়া হবে।চিকিত্সক ও নার্সও থাকছেন এখানে।