রোপওয়ে চলবে কলকাতায়, রাজ্যের নতুন পরিকল্পনা যানজট এড়াতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অনেকেই এখন বাস বা ক্যাবের উপর ভরসা করেন অফিস বা স্কুলে পৌঁছানোর জন্য । আর অনেক সময় গন্তব্যে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায় যানজটে আটকে গিয়ে। তাঁদের জন্য এবার এখন সুখবর। রোপওয়ে ও মনোরেল চালু হচ্ছে শহর কলকাতায়। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার এমনটাই জানিয়েছেন।

এখন মেট্রো প্রায় পৌঁছে গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গাতেই । কিন্তু, এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রায় অসম্ভব মেট্রো ঢোকা। আর সরকার রোপওয়ে ও মনোরেল চালানোর সিদ্ধান্ত নিচ্ছে সেই সব এলাকায়।কলকাতাবাসীর যানজটে নাভিশ্বাস ওঠে অফিসের মতো ব্যস্ত সময়। এমনকি আশা করা যাচ্ছে এর ফলে তাঁরা অনেকটা উপকৃত হবেন বলেই।

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “কীভাবে পরিবহনকে আরও ঢেলে সাজানো যায়, সেটাই দেখা হচ্ছে। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে ভাবা হচ্ছে রোপওয়ে, মনোরেলের মতো লাইট ট্রান্সপোর্টের কথাও। এ বিষয়ে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে বিশ্বব্যাঙ্ককে। তা ছাড়াও করা হচ্ছে গঙ্গার পাড়গুলিকেও ঢেলে সাজানো এবং গঙ্গাবক্ষে পরিবহনের সুষ্ঠু ব্যবস্থাও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *