এক নতুন পরিকল্পনা জ্বালানির খরচ বাঁচাতে, SBSTC’র বিশেষ পরীক্ষানিরীক্ষা গ্যাস-ডিজেলে বাস চালানো নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা SBSTC’র এবার ‘ডুয়েল ফুয়েলে’ বাস চালানোর পরিকল্পনা জ্বালানির খরচ কমাতে। অর্থাত্ বাস চলবে কিছুটা ডিজেল, কিছুটা CNG – এই দুইয়ের সংমিশ্রণেই। যার জেরে যেমন একদিকে খরচ অনেকটাই কমবে, কমবে সেই সঙ্গে পরিবেশ দূষণও। তবে পরিকল্পনা নেওয়া হয়েছে আপাতত একটি বাসকে ডিজেলের থেকে ‘ডুয়েল ফুয়েলে’ বদলানোর। বেলঘরিয়ার ডিপোয় চলছে সেই কাজই।এই পদ্ধতিতে সরকারি এবং বেসরকারি, দুই ধরণের বাসই চালানোর ক্ষেত্রে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত হতে পারে পরীক্ষায় সফল হলে তবেই। সেক্ষেত্রে পরিবহণ দপ্তরের কর্তারা মনে করছেন বাস চালানোর খরচ বেশ কিছুটা হলেও কমবে বলেই। আর বারবার উঠবে না ভাড়াবৃদ্ধির দাবিও।
এর পাশাপাশি CNG-তে বদল করার কাজ চলছে এসবিএসটিসির একটি এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের দু’টি পুরনো বাসকে। এই বাসের ইঞ্জিনের বদল হচ্ছে কসবা ডিপোয়। এদিকে পরিবহণ দপ্তরসূত্রে খবর, প্রায় দেড় লক্ষ টাকা খরচ পড়বে সাধারণ ডিজেল চালিত বাসের ইঞ্জিনকে ডুয়েল ফুয়েলে বদলাতে। এই কাজ হচ্ছে একটি বেসরকারি সংস্থার অধীনেই। যারা এই কাজটা করছে অন্য রাজ্যেও। যদি ডুয়েল ফুয়েলে বাস চালানো যায়, সেক্ষেত্রে এখন যে দূরত্ব যেতে খরচ হয় হাজার টাকা, তা কমে মনে করা হচ্ছে সাতশো টাকা হয়ে যাবে বলেই।