BSF’ক্রমাগত জঙ্গি ঢোকাচ্ছে বাংলায় , এক মারাত্মক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত কয়েক মাসে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি তৎপরতা বেড়েছে এ রাজ্যে। জঙ্গি দমন অভিযানে নেমে অসম পুলিশ যে ১২ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দু’জন। এবার সেই দু’জনের সঙ্গে রাজ্যের জেলে বন্দি বেশ কয়েকজন জঙ্গির যোগসূত্র পেয়েছেন গোয়েন্দারা, এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে। মূলত শেখ হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বহু জঙ্গি মুক্ত হয়েছে। তাদেরই কয়েকজন সীমান্ত পেরিয়ে এরাজ্যে ঢুকেছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। আর এই আবহেই এক চরম মারাত্মক অভিযোগ করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি নিশানা করলেন খোদ BSF কে। তিনি এও বলেন BSF ই ক্রমাগত জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে এই বাংলায়। অসুরক্ষিত সীমান্ত দিয়ে ক্রমাগত জঙ্গি ঢুকছে এই বাংলায়। অথচ সীমান্ত রক্ষী বাহিনী সব দেখেও সম্পূর্ণ চুপ। এমনকি চরম নির্বিকার তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *