CBI জিজ্ঞাসাবাদ অভিষেককে, রেগে আগুন মুখ্যমন্ত্রী, এমনকি কেন্দ্রকে তেড়েফুঁড়ে আক্রমণ বামেদের প্রসঙ্গ টেনে
বেস্ট কলকাতা নিউজ : নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদ, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। ‘কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সিরাজ।’ এনিয়ে টুইটে সরব তৃণমূল সুপ্রিমো। ২০১১-এর ২০ মে তাঁরই নেতৃত্বে এরাজ্যে তৃণমূলের সরকার শপথ নিয়েছিল। এই দিনটির তাৎপর্য্য উল্লেখ করে টুইটে কেন্দ্রকে বেনজির নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতির মামলায় মূলত এই প্রথম তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখী । অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদে ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । এদিকে টুইটে কেন্দ্রকে নজিরবিহীনভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। ২০১১-এর আজকের দিনে নেই তাঁর নেতৃত্বে বাংলায় তৃণমূলের সরকার শপথ নিয়েছিল।
এই দিনটির তাৎপর্য্য উল্লেখ করে তিনি এদিন টুইটে লিখেছেন, ”এই দিনে, ২০১১ সালে আমরা ৩৪ বছরের দানব শাসনকে সরিয়ে পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার গঠনের শপথ নিয়েছিলাম। এই দিনে আমরা আবারও অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণের জন্য নিজেদেরকে উৎসর্গ করছি। কেন্দ্রের হুকুমদারির সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সঙ্গে আছেন। দীর্ঘজীবী হোক ২০ মে।”
উল্লেখ্য, শুক্রবার বাঁকুড়ায় দলের কর্মসূচিতে থাকাকালীন সিবিআই নোটিশ পেয়েছিলেন অভিষেক। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সিবিআইয়ের এই তৎপরতায় বেজায় ক্ষুব্ধ অভিষেক নিজেও। ইতিমধ্যেই গিয়েছেন সুপ্রিম কোর্টেও। এমনকী সিবিআই শীর্ষকর্তাকে ক্ষোভের কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন অভিষেক।
চিঠিতে তিনি এও লিখেছেন, ‘একদিনও সময় দেওয়া হয়নি। আমি অত্যন্ত স্তম্ভিত। গতকাল দুপরে নোটিশ, আজ সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের জন্য দু’মাস ব্যাপী যাত্রায় রয়েছি। তবুও আমি তদন্তে সব ধরনের সহযোগিতা করব।’