‘GET OUT’ পোস্টার অতিবামদের! শাসকদলের অনুষ্ঠানে যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতি খোদ শিক্ষা মন্ত্রীর উপস্থিতিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। তারমধ্যে যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে চরম গোলমালের আশঙ্কা। শাসকদলের অধ‍্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার কথা সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর। খবরটা আগেই শোনা গিয়েছিল। ইতিমধ্যেই জেলা থেকে কয়েক হাজার অধ‍্যাপক এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সকাল ১১টা থেকে এই সভা শুরু করার বিশ্ববিদ্যালয়ের অন্দরেই ওপেন এয়ার থিয়েটারে (OAT)। কিন্তু, শিক্ষামন্ত্রী আসার খবর সামনে আসতেই বিগত কয়েকদিন ধরেই ধীরে ধীরে তপ্ত হতে থাকে ক্যাম্পাসের মাটি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে বিগত কয়েক মাসে লাগাতার আন্দোলনও হয়ে গিয়েছে। এবার শিক্ষা মন্ত্রীকে হাতের কাছে পেয়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে চাইছে যাদবপুরের বাম ছাত্র সংগঠনগুলি।

সূত্রের খবর, ব্রাত্য বসুর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে চলছে এসএফআই। সঙ্গে রয়েছে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও। প্রসঙ্গত, এসএফআই বর্তমানে কলা বিভাগে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে। শেষ ভোটে জয় এসেছিল তাঁদের ঝুলিতেই। বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন ক্যাম্পাসের বাম ছাত্র নেতারা। ত্রিপাক্ষিক বৈঠক চাইছে ক্যাম্পাসের অতিবাম ছাত্র সংগঠন আরএসএফ-ও। সকাল ১১টাতেই তাঁরা আবার ওএটি-র সামনে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে। ব্রাত্যর ছবি সামনে রেখে GET OUT পোস্টারও সামনে আনা হয়েছে সংগঠনের তরফে।

এদিকে এসএফআই নেত্রী কৌশিকী ভট্টাচার্য বলছেন, “আমরা কোনও বিশৃঙ্খলা চাইছি না। ইউনিয়ন ইলেকশন নিয়ে আমরা ত্রিপাক্ষিক বৈঠক চাই। আমরা চাই উনি যেন পড়ুয়াদের একটু সময় দেন। আমরা উপাচার্যের কাছেও আবেদন জানিয়েছি। আমরা চাই অথরিটির পক্ষ থেকেও এই বৈঠকে প্রতিনিধিরা থাকুক।” যদিও শাসক দলের অধ্যাপক সংগঠনের প্রতিনিধি তথা যাদবপুরের অধ্যাপক মনোজিৎ মণ্ডল বলছেন, “ছাত্রদের কোনও বক্তব্য থাকলে ওরা বিকাশভবনে যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *