Goibibo কম টাকায় টিকিট বুক করার সুবিধা নিয়ে এল দাম বাড়লেও, লঞ্চ হল প্রাইস লক অপশন
বেস্ট কলকাতা নিউজ : অনেক যাত্রীই সমস্যায় পড়েন বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রে। কারণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে টিকিটের দাম। ফলে অতিরিক্ত টাকা খসাতে হয় অনেক যাত্রীকেই। অনেক যাত্রী আছেন যাঁদের যাত্রার দিন ধার্য থাকে না নির্দিষ্ট ভাবে । অনেকে বিমান টিকিট বুকিং করেন না কারণ কোনও কারণে যাত্রা বাতিল হতে পারে এই সংশয়ে। এর ফলে তাঁরা যখন যাত্রার খুব কাছাকাছি আগের কোনও দিনে টিকিট বুক করেন তখন অনেক বেশি দাম দিতে হয় সাধারণ দামের থেকে।এবার এই সমস্যা সমাধানে এগিয়ে এল অনলাইন বুকিং সাইট Goibibo। সংস্থাটি নিয়েএল প্রাইস লক অপশন। এতে করে লাভবান হবেন যাত্রীরাই।
প্রাইস লক অপশন কী?
Goibibo সর্বপ্রথম চালু করল প্রাইস লক অপশন। এর মাধ্যমে যাত্রীরা টিকিট লক করতে পারবেন যাত্রার আগে কোনও একটি দিনে। এবং টিকিটের সম্পূর্ণ অর্থমূল্য জমা করতে হবে না তার জন্য। এতে সুবিধা হল যদি টিকিটের দাম বাড়ে তাহলেও কোনও অতিরিক্ত মূল্য নেওয়া হবে না ওই নির্দিষ্ট যাত্রীর কাছ থেকে।
সংস্থার তরফে আরো জানানো হয়েছে, অনেক সময় যাত্রার দিন নির্ধারিত থাকলেও যাত্রীরা আগে থেকে টিকিট বুক করতে ভয় পান যাত্রা বাতিল হতে পারে এই সম্ভাবনায়। এতে তাঁরাই পড়েন চরম সমস্যায়। কারণ দেখা যায়, তাঁরা যাত্রা করছেন আগের নির্ধারিত দিনেই কিন্তু টিকিট বুক করা নেই। ফলে তাঁদের টিকিট বুক করতে হয় শেষ মুহূর্তে এসে। এতে তাঁদের খরচ হয় অতিরিক্ত টাকা ।এবার যাত্রীদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে না প্রাইস লক অপশনে । তবে এক্ষেত্রে যাত্রীদের প্রাইস লক করতে হবে ১৮০ টাকা দিয়েই।
বিষয়টি বিস্তারিত ভাবে বুঝিয়ে বলা যাক-ধরা যাক কেউ হয় তো ৩ অগস্ট দিল্লি থেকে বেঙ্গালুরু যেতে চান। যাত্রী দেখলেন ওই দিনের বিমানভাড়া ৫০০০ টাকা। কিন্তু কোনও কারণে ওই দিন যেতে পারবেন না তিনি টিকিট কাটলেন না এই কথা ভেবে। ওই যাত্রী অবশেষে নিশ্চিত হলেন তিনি ওই দিনেই যাত্রা করবেন। এর পর যখন তিনি যাত্রার ৩ দিন আগে টিকিট বুক করতে গেলেন তখন দেখলেন ৬০০০ টাকা হয়ে গেছে টিকিট মূল্য। তখন তাঁকে টিকিট বুক করতে হবে ৬০০০ টাকা দিয়েই।
কিন্তু যদি ওই যাত্রী ১৮০ টাকা খরচ করে প্রাইস লক করে রাখতেন তাহলে কী সুবিধা হত? তাহলে ওই যাত্রীকে টিকিট বুক করার সময় ৬০০০ টাকা দিতে হত না। যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ৫০০০ টাকা নেওয়া হবে। এবং সেখান থেকে প্রাইস লকের ১৮০ টাকা বাদ দেওয়া হবে। সব শেষে যাত্রীকে পে করতে হবে ৫০০০-১৮০= ৪৮২০ টাকা।