অপ্রাপ্তবয়স্ক মহিলাদের বিবাহ রোধ করার জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো শিলিগুড়ির বাগডোগরাতে
শিলিগুড়ি : শিলিগুড়ির বাগডোগরাতে, অপ্রাপ্তবয়স্ক মহিলাদের বিয়ে নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
এদিন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার জানান আমাদের রাজ্যে বহু মহিলা এই ধরনের অবহেলার শিকার হচ্ছেন। আমাদের সবার উচিত এগিয়ে এসে এই সমস্যার সমাধান করে তোলা। কারণ যেভাবেই হোক আমাদের লক্ষ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা, তারা পড়াশোনা করে শিক্ষিত হোক আগে, নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুক তারপর তাদের বিয়ের ব্যবস্থা করা হোক। অনেক অভিভাবকই আছেন এড়িয়ে যেতে মাধ্যমে পাশ করার পরই নিজের মেয়ের সম্বন্ধ দেখেন, বিয়ের জন্য এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই সচেতনতা শিবিরে প্রত্যেক কন্যা সন্তানের বাবা মাকে ডেকে আহ্বান করব, যাতে তারা অন্তত বুঝতে পারবে ঠিক কি উচিত কি উচিত না। কন্যা সন্তান জন্মালেই বাবা-মায়ের যে দায়বদ্ধতা চলে আসে সেটা যদি তারা দায়বদ্ধ মনে করে তবেই তো সমস্যা তৈরি হয়। মেয়েদের ছেলেদের মতই দেখতে হবে, তবেই তো মেয়েরাই এগিয়ে যাবে। সেদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকে আসা বহুত স্থানীয় মানুষ এবং স্কুলের ছাত্র শিক্ষক এবং দিদিমণিরা।