অবশেষে আবার ঢুকলো বাংলাদেশী ইলিশ, খুশি মৎস্যপ্রেমীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : প্রায় মাসখানেক পরে শিলিগুড়িতে ঢুকলো বাংলাদেশি ইলিশ মাছ, বাংলাদেশের সমস্যার কথা মাথায় রেখেছে দেশের সরকার যে কোন দেশে ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দিয়েছিল, বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আশায় আবার শুরু হতে চলেছে ইলিশ মাছ আমদানি। যেটা শুনে বে যায় খুশি ইলিশ মাছ প্রেমিরা। জানা গেছে আজকের থেকে আবার স্বাভাবিকভাবেই আসবে ইলিশ মাছ। যার দাম কিছুটা কম আগে তুলনায়। ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আগে ট্রেনে করে বহুবার এসেছে ইলিশ মাছ।

তবে জানা গেছে  পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় অবস্থার উপর নজর রেখে ইলিশ মাছ আমদানি রপ্তানি করা হবে। তবে আজ থেকে শিলিগুড়ির বাজারে ঢুকছে বাংলাদেশি ইলিশ। শিলিগুড়ির প্রধান তিনটি বাজার বিধান মার্কেট বাজার, সুভাষপল্লি বাজার, এবং হায়দার পাড়া বাজারে পৌঁছে গেছে বাংলাদেশের ইলিশ মাছ। বর্ষা চলে যাওয়ার পথে স্বাভাবিকভাবে এই খবরে খুশি হবেন ইলিশ মাছ প্রেমীরা। পুজোর মৌসুমের আগে এইবারই হয়তো শেষবারের মতো আসবে এই বছরের মতো ইলিশ। তবে সেটা কতদিন তার অপেক্ষায় থাকছি আমরা।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *