অসমে ট্রাক চালককে খুন করে ট্রাক বিক্রি, অবশেষে অভিযুক্তের খোঁজ মিলল শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : অসমে ট্রাক চালককে খুন করে ট্রাক বিক্রির ঘটনায় অবশেষে অভিযুক্তের খোঁজ মিলল শিলিগুড়িতে। অভিযুক্ত শিলিগুড়িতে থাকে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে । আসামে পেশায় ট্রাক চালক এক ব্যক্তিকে খুন করে সে শিলিগুড়িতে চলে আসে। সন্দেহ ছিল অনেকেরই, ট্রাক চালকের নাম সঞ্জয় সুব্বা। অভিযুক্ত নাম রিতেশ সায়গল। আরো জানা গেছে ওই ট্রাক টিকে সে শিলিগুড়িতে এসে বিক্রি করে তারপর সে অনেক দিন ধরে গা ঢাকা দিয়েছিল। অবশেষে তাকে আটক করে আপাতত হেফাজতে পাঠায় পুলিশ।
