আইআইটি ক্যাম্পাসে কুমির, চরম আতঙ্কে পড়ুয়ারা, ভাইরাল হল ভিডিও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জল থেকে ডাঙায় উঠে সরাসরি আইআইটির ক্যাম্পাসে ঢুকে পড়ল একটি কুমির। চরম হতবাক এমনকি পড়ুয়ারাও । সম্প্রতি সেই দৃশ্যই ভাইরাল হয় সমাজমাধ্যেমে। এদিকে মুম্বই আইআইটির এক পড়ুয়া সমাজমাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই এই ভিডিওটি দুলাখের বেশি মানুষ দেখেছেন। অবাক করা দৃশ্য ভিডিওটিকে ভাইরাল করতে সাহায্য করেছে।

ভিডিওটিতে দেখা গেছে , একটি কুমির আইআইটির ক্যাম্পাস চত্বরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কুমিরটিকে বাঁধা দেওয়ার মতো কেউ ছিল না। নির্দ্বিধায় প্রাণীটি এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছিল। পোস্টদাতা ক্যাপশনে লিখেছেন, চিতা, সাপের পর ক্যাম্পাসে কুমিরের আগমন। ভিডিওটির কমেন্টে নেটিজেনদের তরফে মজার মজার প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি লিখেছেন, কুমিরটি ‘জেইই’ পাশ করে ফেলেছে। আরও এক ব্যক্তি টপারদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন,মধ্যাহ্নভজে টপারদের গিলে নেবে কুমিরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *