আজ খাগড়াগড় কাণ্ডের রায় দেবে কলকাতা নগর দায়রা আদালত
বেস্ট কলকাতা নিউজ : আজ খাগড়াগড় কাণ্ডের রায় দেবে কলকাতা নগর দায়রা আদালত। রায় দেবেন মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। এই রায় দান কে কেন্দ্র করে গোটা আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে দ্বিস্তরীয় নিরাপত্তা বলয়ে । থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে র্যাফ ও কমব্যাট ফোর্স ।
বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থা বা এআইএ ৩১ জনকে গ্রেফতার করেছে । শুনানি চলাকালীন আদালতে নিজেদের দোষ স্বীকার করে অভিযুক্ত ১৯ জন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ইউএপিএ আইনে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ধারায় । বুধবার বিচারক ১৯ জনকেই দোষী সাব্যস্ত করেন । তবে নিজেদের অপরাধ কবুল করায় অপরাধীদের শাস্তি মুকুব হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে খাগড়াগড় কাণ্ডে জড়িত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মাথা কদর গাজি, কওসর ওরফে বোমা মিজান, ডালিম শেখ, ইউসুফ শেখরা গ্রেফতার হয়েও দোষ স্বীকার করেনি। এই ১২ জনের বিচার চলবে বলে জানিয়েছেন বিচারক।