আজ ডাক্তারদের একদিনের ধর্মঘট, ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আরজিকর কাণ্ডের জেরে, ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা। আজকে একদিনের ধর্মঘট ডাক্তারদের। সমস্ত ডাক্তারেরা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে আজকে একদিনের জন্য ডাক্তারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার আর জি কাণ্ডের পর থেকেই লাগাতার বিক্ষোভ করছেন ডাক্তারের। এর ফলে কিছুটা হলেও ভেঙে পড়তে ডাক্তারি পরিষেবা। শিলিগুড়ি ও তার ব্যতিক্রম নয়। গত কয়েক দিনের ডাক্তার দেখাতে এসে বিপাকে পড়ে গেছেন সাধারণ মানুষ। আউটডোরের ডাক্তাররা সকলে বিক্ষোভ মিছিলে যোগ দিতে গেছেন বা যাবেন, তাই তারা পেশেন্ট দেখবেন না। ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে আচ্ছা বাচ্চার বাবা মায়ের অবস্থা ঠিক ততটাই করুন। শুধু বাচ্চাদের নয় বড়রাও বিপাকে পড়ে গেছেন জুনিয়র ডাক্তাররা তাদের পরিষেবা বন্ধ রাখার জন্য। অনেকেই এসে পরিষেবা না পেয়ে চলে যাচ্ছেন, শিলিগুড়ি সহ কোচা বাংলা জুড়ে চলছে ডাক্তারদের ধর্মঘট। আজ ১৪ই আগস্ট আবার প্রতিকি ধর্মঘটে গেছেন ডাক্তারের।

এদিকে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, জেলা হাসপাতালের ডাক্তারেরা গত কয়েকদিন ধরে লাগাতার ধর্মঘট করতে শুরু করেছেন, এর ফলে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। ডাক্তাররা জানিয়েছেন যতদিন না পর্যন্ত আসল অপরাধী ধরা পড়ছে ততদিন পর্যন্ত ডাক্তারেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। এর ফলে গতকাল সকাল থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ছিল চরম অচলাবস্থা। রোগীরা এসে ঘুরে গেছেন, কারো কারো ডেট দেওয়া থাকলেও ডাক্তার না থাকায় ফিরে গেছেন। শুধু তাই নয় জলপাইগুড়ি জেলা হাসপাতালের একই অচল অবস্থা দেখা দিয়েছে জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করায়, রোগী আসছে আর চলে যাচ্ছেন। সব থেকে খারাপ অবস্থায় যারা গ্রাম থেকে আসছেন ডাক্তার দেখাতে। তারা এসে ডাক্তার না পাওয়ায় সঙ্কটজনক অবস্থায় মধ্য দিয়ে যাচ্ছেন। গোটা বাংলায় অন্তত রোজ ৩০ টা থেকে ৩৫টি জায়গায় অবস্থান ধর্মঘট চলছে ডাক্তারদের। এর ফলে চরম অচল অবস্থা সাধারণ মানুষের। গত তিনদিন এটা প্রায় তিনগুণ বেড়ে গেছে। ডাক্তাররা জানাইছেন যদি এরমধ্যে কোন সিদ্ধান্ত না নেওয়া হয় তবে আবার তারা ধর্মঘটের ডাক দেবেন। আজ শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ছাড়াও বেসরকারি তিনটি নার্সিংহোম এই ধর্মঘটেনামছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *