আজ ফিরহাদ হাকিমের সাথে বৈঠক কাউন্সিলার এবং মেয়রের , কি হতে চলেছে শিলিগুড়ির ভবিষ্যৎ? শুরু জোর জল্পনা
শিলিগুড়ি : আজ শিলিগুড়িতে মেয়র গৌতম দেব সহ অন্যান্য কাউন্সিলারদের সাথে বৈঠক করবেন ফিরহাদ ববি হাকিম। কি হবে শিলিগুড়ির ভবিষ্যৎ? সুত্রের মতে শিলিগুড়ির ফলাফল নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। তারা প্রচণ্ড বিরক্ত শিলিগুড়িতে এই ফলাফল হবার কারনে। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট এসেছে যে শুধুমাত্র মেয়র এবং ডেপুটি মেয়রকে দায়ী করা ঠিক হবে না, কাউন্সিলারদের গা ছাড়া মনোভাব অনেকটা পিছিয়ে দিয়েছে দলকে। অনেক কাউন্সিলার প্রচারে বের হওয়া তো দুরের কথা, একদিনের জন্য কাজে বের হতে আগ্রহ দেখান নি। কাউন্সিলারদের মানসিকতা এমন যে এটা তো আমাদের ভোট নয় খেটে কি হবে? শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপী মোট ভোটারের আশি শতাংশ ভোট পেয়েছে। যেটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও অবাক হয়েছেন। যে দল দুবছর আগে পুরসভা ভোটে সাইত্রিশটি কাউন্সিলার পেয়েছিল সেই দলের এই জঘন্যতম ফলাফল কিভাবে হয়?
যতই বিরুদ্ধে যাক না কেন জেলা সভাপতি পাপিয়া ঘোষের উপরেই আস্থা রাখছেন মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। জেলা সভাপতির উদ্যেগেই এবং তার পরিশ্রমের কারনেই তৃণমূল এতটা ব্যাবধান কমিয়ে নিয়ে এসেছে বলে মত অধিকাংশ মানুষের। তাছারা পাহাড় থেকেও সেভাবে এগোয়নি দল এটা দেখেছেন মুখ্যমন্ত্রী। তাই আজকে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ বৈঠকে কি নির্দেশ আসে মুখ্যমন্ত্রী এবং অভিষেকের তরফ থেকে সেটাই দেখার। তবে ফলাফল যাই হোক জেলা সভাপতি পাপিয়া ঘোষ আসার পরে তৃণমূল কংগ্রেস এর অনেক ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অধিকাংশ মানুষ। তবে জেলা সভাপতি নিজে যথেষ্ট মনমরা এই ফলাফল নিয়ে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এত চেষ্টা করে ফলাফল ভালো হল না, এটাই তিনি ভুলতে পারছেন না। তবে তিনি নিজেও নির্দেশ এর অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।