আদানি কাণ্ডের জের , অবশেষে সেবির প্রাক্তন চেয়ারপার্সন মাধুরী বুচের বিরুদ্ধে FIR-র নির্দেশ দিলো মুম্বইয়ের বিশেষ আদালত!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শেয়ার বাজারে কারচুপি? বিপাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। তাঁর বিরুদ্ধে FIR করার নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত। অভিযুক্তের তালিকায় আরও ৪ জন।২০২২ সালের ২ মার্চ সেবির শীর্ষ পদে বসেন মাধুরী। তিনিই সেবির প্রথম মহিলা চেয়ারপার্সন। কার্যকালের মেষাদ শেষ হয়ে গিয়েছে ২৮ ফেব্রুয়ারি। নতুন চেয়ারম্য়ান হয়েছেন কেন্দ্রীয় অর্থ সচিব তুহিনকান্ত পান্ডেকে।

এদিকে যখন সেবির চেয়ারম্যান ছিলেন, তখন একাধিক বিতর্কে জড়ান মাধুরী। আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদেশি তহবিলে সেবির তত্‍কালীন চেয়ারপার্সন বিনিয়োগ করেন অভিযোগ। এমনকী, সেবির শীর্ষ পদে থাকাকালীন সেবি-র আচরণবিধি নাকি লঙ্ঘন করেন সংস্থার প্রথম মহিলা চেয়ারপার্সন! সেই মামলায় তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সাংবাদিক। মামলাকারীর অভিযোগ, মাধুরীর আমলেই শেয়ার বাজারে ব্যাপক আর্থিক কারচুপি, বেনিয়ম ও দুর্নীতি হয়েছে। মামলাটির শুনানি হয় মুম্বইয়ের বিশেষ আদালতে। আদালতের পর্যবেক্ষণ, ‘কারচুরি প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন’। সঙ্গে নির্দেশ, আদালতের নজরদারিতেই তদন্ত হবে এবং ৩০ দিনের মধ্যে তদন্তের স্টাটাস রিপোর্ট জমা দিতে হবে। তবে পাল্টা উচ্চ আদালতে যাওয়ার বার্তা দিয়েছে সেবিও।

উল্লেখ্য , এর আগে, গত বছর মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের এক রিপোর্ট রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল দেশে। রিপোর্টে উল্লেখ, সেবির চেয়ারপার্সন হওয়া সত্ত্বেও তাঁর ও তাঁর স্বামীর আর্থিক উপদেষ্টা সংস্থায় যুক্ত ছিলেন মাধুরী। শুধু তাই নয়, বিভিন্নভাবে লগ্নি করিয়ে আদানি শেয়ারে দামও বাড়িয়ে দিয়েছেন। আদালতেক নির্দেশে এবার সেইসব অভিযোগের তদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *