আবারও এলোপাথাড়ি গুলি পুলিশকে লক্ষ্য করে, দুরন্ত অভিযানে সফল হল গ্রেপ্তারি!
বেস্ট কলকাতা নিউজ : ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। নিষিদ্ধ কাফ সিরাফ বাজেয়াপ্ত করতে গিয়ে এবার বেপরোয়া আক্রমণের মুখে পুলিশকর্মীরা। এই ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন পুলিশকর্মীরা। তবে এরপরেই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারাত্মক এই ঘটনাটি মালদার কালিয়াচকের। কালিয়াচকের সাইলাপুর গ্রামে নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত দু’জনের নাম বরুণ মণ্ডল ও মিঠুন শেখ। বরুণের বাড়ি কালিয়াচকেরই উমাকান্ত টোলার জানুটোলা এলাকায় ও মিঠুন শেখের বাড়ি দক্ষিণ কদমতলায়। নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের খবর গোপন সূত্রে আগেই পেয়ে যায় পুলিশ। সেই মতো অভিযানে যায় কালিয়াচক থানার পুলিশ। তবে পুলিশ যেতেই আচমকা তাদের উপর হামলা চলে। কালিয়াচকের সাইলাপুর গ্রামে পুলিশ ঢুকতেই গুলি চালানো শুরু করে দুষ্কৃতীরা। কোনওক্রমে এলাকা থেকে পালিয়ে বাঁচে পুলিশ। এরপর বিশাল পুলিশবাহিনী নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। সেখান থেকেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ, একটি সেভেন এমএম পিস্তুল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি ফায়ার হওয়া কার্তুজের খোল।