আবারও প্রবল ধস নামলো সিকিমে, বন্ধ হয়ে গেলো অনেক রাস্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: নমকখোলায় প্রবল বর্ষণ এবং ধ্বসের কারণে বন্ধ হয়ে গেলো সিকিমের সিংটম থেকে মঙ্গনে যাওয়ার রাস্তা। এদিন প্রচুর পর্যটকও আটকে পড়েন লাচেন ও লাচুং- এ। প্রচুর পর্যটক এদিন সকালে যাওয়ার চেষ্টা করলেও তারা চরম হতাশ হয়ে পড়ে। আবার তারা ফিরে আসেন। এদিকে সিকিম সরকারের তরফ থেকে জানানো হয় নামতে গিয়ে যদি রাস্তায় আটকে যান একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাই যারা আপাতত সিকিমে আছেন, এখন সিকিমেই থাকুন। সিকিম ঢোকার রাস্তা আপাতত এদিন বন্ধ রাখা হয় । সময় লাগবে সারাতে, এদিন এমনটাই জানায় পর্যটকেরা। এদিকে কয়েক দিন ধরে একেবারেই বিপরীত আবহাওয়া সিকিমে, তাপমাত্রা নেমে গেছে অনেকটা, এবং কিছু কিছু জায়গায় ধ্বস নামার কারণে এদিন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। এমনকি এদিন সিকিম এবং দার্জিলিং এর মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে । গোটা সিকিম জুড়ে এদিন ধস সরানোর কাজ চলে। তবে পর্যটকদের সিকিমে ঢোকার অনুমতি দেওয়া যাবে না বলে এদিন জানানো হয় সেনাবাহিনীর তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *