আমতার নতুন বিধায়ক অক্সিজেন ব্যাঙ্ক গড়লেন মায়ের নামাঙ্করণে
বেস্ট কলকাতা নিউজ : অক্সিজেন পার্লার হয়, কনসেনট্রেটর হয়, অক্সিজেন অন হুইল হচ্ছে, কিন্তু এবার গ্রামীণ হাওড়ায় তৈরি হল অক্সিজেন ব্যাংক। সৌজন্যে সেখানকার নব নির্বাচিত বিধায়ক।তিনি এই অক্সিজেন ব্যাংক চালু করলেন নিজের মায়ের নামেই।
অক্সিজেন সিলেন্ডারের ব্যাপক সংকট প্রকট হয়েছে করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে। অক্সিজেনজনিত সমস্যার সম্মুখীন হয়েছেন এমনকি বহু মানুষই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রামীণ হাওড়ার আমতার নবনির্বাচিত বিধায়ক সুকান্ত পাল মা’য়ের নামে ‘শ্যামলী অক্সিজেন ব্যাঙ্ক’ চালু করলেন আমতা বিধানসভার কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে।আরও জানা গেছে, আমতা বিধানসভা এলাকার যে কোনো কোভিড আক্রান্তদের জন্য এই পরিষেবা মিলবে রোগীর আধার কার্ড, কোভিড পজিটিভ রিপোর্ট ও চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে বিশেষ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলেই।এদিকে সোমবারই সেফ হোম ও অক্সিজেন পার্লার চালু হয় দক্ষিণ হাওড়ায়। যেখান থেকে সুস্থ হলেই নিতে হবে ধূমপান ছাড়ার প্রতিজ্ঞা।