আর জি কর ইসুতে উকিলদের জোরালো প্রতিবাদ শিলিগুড়িতে
শিলিগুড়ি : আর জি কর নিয়ে এবারে পথে উকিলেরা। নিজেরাই ঝরনা মঞ্চে বিক্ষোভ দেখিয়ে জানালেন আমাদের এবার বিচার চাই। অনেকদিন হয়ে গেছে অপরাধী ধরা পড়েনি , আমাদের কাছে অপরাধী কে নিয়ে যাবি একটাই অপরাধী যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয়। কারণ এই ধরনের অপরাধ এমন ধরনের অপরাধ যে অপরাধকে কখনো ভোলা যায় না, একজন প্রতিভাবান ডাক্তার তার ভবিষ্যৎ তৈরি করছেন, তাকে এভাবে পৃথিবী থেকে চলে যেতে হবে এটা আমরা কেউই ভাবতে পারিনি। সবাইকে পথে চলতে হবে পথে নামতে হবে। অপরাধ এবং অপরাধী সবাই যদি ঠিকঠাক ধরা পড়ে তবে দেশে অপরাধের কোন চিহ্নই থাকবে না।
আইনজীবীদের মধ্য অন্যতম সুস্মিতা বোস মৈত্র জানান এই ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে পৃথিবীর অনেক অপরাধ আছে যার বিচার হয়নি এই ধরনের অপরাধের বিচার হওয়া একান্তই প্রয়োজন, যে নির্যাতিতা এই পৃথিবী ছেড়ে চলে গেল সে এবং তার পরিবারের মানুষ বোঝে কি হলো? কি চলে গেল আমাদের সবার একটাই বিনীত যাবি অপরাধীদের শাস্তি হোক আমরা সবাই এই পরিবেশে থাকি চলাচল করি চলাফেরা করি যদি অপরাধী শাস্তি না পায় তবে সে তো পার পেয়ে যাবে সবকিছুতে ।আমাদের উকিলদের কাছে বিভিন্ন কাজ নিয়ে নানান ধরনের মানুষ আসেন, আমরা নানাভাবে কাজ করি, তাই আমরা ভালো মন্দের ব্যাপারটা ভালো বুঝতে পারি। জানালেন সুস্মিতা বোস মৈত্র।