আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ির স্কুলগুলির বিশেষ পদযাত্রা
শিলিগুড়ি : সবার সাথে পথে পথে নেমেছে বিভিন্ন স্কুল গুলি। আরজিকর ঘটনাকে নিয়ে পথে নামছে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শিলিগুড়িতে ছেলে এবং মেয়েদের স্কুলগুলি প্রতিদিনই নামছে অবরোধ এবং মিছিলে। প্রতিদিন সন্ধ্যায় দেখা যাচ্ছে মোমবাতি নিয়ে মিটিং এর এবং মিছিলে চলেছেন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা। তারাও যে ন্যায় বিচার চান তাদের সাথে কথা বলে তা জানতে পারা গেছে। প্রতিটি সন্ধ্যায় কেন? মিছিল সকালে কেন নায়?
উত্তরায় একটি সরকারি স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ রায় জানান, আমাদের সবাই যে কোন কোন কাজে ব্যস্ত থাকে। যে যার মত কাজ করে কেউ চাকরি এবং কেউ ব্যবসা, কাজে রাত না হলে আমাদের পক্ষে কোনভাবেই এই ধরনের মিটিং ও মিছিল করা সম্ভব না। তাছাড়া আমাদের গ্রুপে আজ মিছিলের ডাকে সাড়া দিয়েছেন বর্তমানে শিলিগুড়িতে থাকেন না তারাও, তাই আমরা ঠিক করেছি আমাদের পক্ষে দিনের থেকে রাতেই ভালো মিছিল এবং মিটিং করার। তবে অনেক মানুষ আসতে পারবেন, যাওয়ার শিলিগুড়ি থেকে কিছু বাইরে থাকেন জানালেন এক আন্দোলনকারী। তিনি আরো জানালেন সন্ধ্যা বেলা হলে কাজ শেষ করে সময় করে সবাই আসতে পারে, যেটা দিনের বেলা কেউ পারেনা। তাই আমরা ঠিক করেছি রাতেই প্রতিবাদ করব। জানালেন ওই আন্দোলনকারী।