আরজিকর নিয়ে এবার পথে নামছেন শিলিগুড়ি কলেজের প্রাক্তনীরাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আরজিকর নিয়ে এবার পথে নামছেন শিলিগুড়ি কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তারা জানান নিজেদের মধ্য আলোচনা করে আগামী দু-একদিনের মধ্যেই তারা আরজিকর হত্যাকান্ডের প্রতিবাদে পথে নামতে চলেছেন। যারা শিলিগুড়িতে থাকেন তারা ইতিমধ্য বাইরের বন্ধুদের সাথে যোগাযোগ করেছেন যারা কর্মসূত্রে এবং ব্যবসায়িক সূত্রে বাইরে থাকে। তারাও সম্মতি জানিয়েছেন, এই প্রতিবাদের কথা নিয়ে।

বৈঠকে তারা এও জানান এই ধরনের ঘটনাকে কোনভাবেই কোনমতেই মেনে নেওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত দোষী অপরাধী শাস্তি হচ্ছে ততক্ষণ প্রত্যেক নাগরিকের উচিত প্রতিবাদে যোগ দেওয়া। তারা ইতিমধ্য তৈরি হয়ে গেছেন প্রতিবছর করার জন্য, এদিনের সাংবাদিক বৈঠকে তারা জানান সব জায়গা উথাল পাথাল হয়ে যাচ্ছে আরজিকর ঘটনা নিয়ে, নাগরিকরা যেমন ভাবেই হোক প্রতিবাদ করছে। তারা শিলিগুড়ি কলেজের প্রাক্তন ছাত্র, নাগরিক হিসেবে তাদেরও সামাজিক দায়িত্ব আছে, আর তারা মনে করেন এই ঘটনা নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। তাই তারা প্রতিবাদে নামছেন।

মোমবাতি মিছিল এবং মৌন মিছিল শুরু করে তারা প্রতিবাদ শুরু করবেন বলে জানিয়েছেন তারা। তারা এও জানিয়েছেন এই প্রতিবাদ নিয়ে তারা কোন রাজনীতি করবেন না, সম্মিলিতভাবে সর্বস্তরের মানুষদের নিয়ে প্রতিবাদ হবে। সবাইকে যোগদানের জন্য আহ্বান করি আমরা, এও জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *