আরজিকরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ কলেজে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: আর. জি. করে -এর নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে, সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে শুরু হলো মুন্সী প্রেমচাঁদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের ধর্ণা কর্মসূচি ।

এদিন সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা জমায়েত হতে শুরু করেন মুন্সি প্রেমচাঁদ কলেজের সামনে। তারা সমস্বরে দাবি জানান আরজি করার মত ঘটনা যেখানে ঘটে যাচ্ছে সেখানে ২০ দিন পরও কেন দোষীরা শাস্তি পাচ্ছে না এটা যেমন ভাবাচ্ছে সবাইকে তেমনি আমাদের কাছে লজ্জা। আমরা অবিলম্বে চাইছি যে বা যারা এসব নির্লজ্জ ঘটনা সাথে জড়িয়ে আছেন তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতলা সাজা হোক। দোষীদের শাস্তি না পেলে দোষ আরো বেড়ে যাবে দিনের পর দিন। আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি পারা যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে বাংলায় শান্তি ফিরে আসবে। যত দেরি হবে আগুন জ্বলবে উত্তেজনা বাড়বে, তাই আমাদের এই ধরনা কর্মসূচি। সবাইকে এক হয়ে এই প্রতিবাদের যোগ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *