আলিপুরদুয়ার থেকে সিকিমে যাওয়ার পথে খাদে পড়লো গাড়ি, গুরুতর আহত হল পাঁচজন পর্যটক
নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ার থেকে সিকিমে যাওয়ার পথে সিটংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলপর্যটক বোঝাই একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন ৭ জন পর্যটক। ওদের মধ্য একজন মহিলা সহ পাঁচ জন পর্যটকের আহত হয় বলে জানা গেছে । গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাশে স্থানীয়রা ছিলেন বলে সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়ে যায়, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে উদ্ধার করা হয় ওই পর্যটকদের। তাদের প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পাশের গাড়িতে করে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে অন্ধকারের মধ্যে তাল সামলাতে না পেরে গাড়িটি খাদে পড়ে যায় আর তার জেরেই ঘটে যায় এই দুর্ঘটনা।