ইউকো ব্যাংক ও লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিরণ ও আমি রক্ত বন্ধুর উদ্যোগে রক্তদান শিবির হল আশিগর ইউকো ব্যাংক ব্রাঞ্চে
শিলিগুড়ি : ইউকো ব্যাংক ও লাইন্স ক্লাব অফ শিলিগুড়ি আধিরণ ও আমি রক্ত বন্ধুর উদ্যোগে রক্তদান শিবির হল আশিগর ইউকো ব্যাংক ব্রাঞ্চে।এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র এদিন জানান আমাদের সাধারন মানুষের পরিষেবা দেবার জন্য আছে সরকারি ব্যাঙ্ক। আর তারাই মানুষের সাহায্যে এবং কাজে আসে। যদি ব্যাঙ্ক মানুষের কাজে সাহায্য করে এবং কিছু করতে সাহায্য করে তবেই এগিয়ে যাবে সমাজ এবং এগিয়ে যাব আমরা। আমাদের কাজ শুধুমাত্র মানুষকে পরিষেবা দেওয়া। তারা যাতে সুযোগ এবং সুবিধা পায় সেটা দেখবার দায়িত্ব আমাদের। এদিন ডেপুটি মেয়র আরো জানান সরকারি ব্যাঙ্ক মানুষের কাজেই যদি না আসে তবে আর লাভ কিসের? সাধারন মানুষের জন্যই তো এইসব ব্যাঙ্ক চলছে।যেটার প্রয়োজন ভবিষ্যতেও হবে। আশা করছি ধীরে ধীরে এই ব্যাঙ্কের শাখা এবং প্রশাখা চারিদিকে ছড়িয়ে যাবে এবং মানুষ উপকৃত হবেন।