ইউপিএসসিতে ফের জোড়া সাফল্য পাহাড়ে, চমকে দিলেন পাহাড় কন্যা প্রতিভা লামা
নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার ফল। যেখানে দুই পাহাড় কন্যা প্রতিভা লামা ও জোজিলা দোলকার ভুটিয়া যথাক্রমে ৪৬১ ও ৭৬৫ র্যাংক করেছেন। গত বছর দার্জিলিং শহর থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় ৫২ র্যাংক করেছিলেন ২৫ বছর বয়সি জয়শ্রী প্রধান। এদিকে পাহাড় থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় সফলদের তালিকায় ঢুকতে পেরে প্রতিভা ও জোজিলা খুব খুশি। জিটিএ’র মুখ্য আধিকারিক এসপি শর্মা বলেন, ‘দুজনের সাফল্যে আমরাও গর্বিত।’

এই দুই কন্যাকে নিয়ে খুশির হাওয়া পাহাড়জুড়ে। জানা গেছে জোজিলা ২০১৮ সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ বিভাগে কর্মরত। ডব্লিউবিসিএসের পর ইউপিএসসিতেও সফল হওয়ার লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। দার্জিলিংয়ের মেরি ভিলা এলাকার বাসিন্দা জোজিলা। তাঁর বাবা তেনডুপ ভুটিয়া দার্জিলিংয়ের এআরটিও পদে রয়েছেন। মেয়ের এই সাফল্যে তিনি বলেন , ‘ছোট থেকেই বরাবর ভালো ফলাফল করেছে। ওর স্বপ্নপূরণে আমরা খুবই খুশি।’ মেয়ের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত জোজিলার মা অঞ্জনা ছেত্রী ভুটিয়া।
২০১১ সালে দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট থেকে আইসিএসই দশম শ্রেণি পাশ করেন। ২০১৩ সালে সেন্ট জোসেফ মাটিগাড়া থেকে দ্বাদশ শ্রেণি পাশ করার পর দিল্লির মিরিন্ডা হাউস কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন। অন্যদিকে, জোজিলার পাশাপাশি প্রতিভাও ছোট থেকে বেশ মেধাবী। তাঁর পরিজন মহল উচ্ছ্বাসে ভাসছে। প্রতিভা লামা জানিয়েছেন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় সাফল্য আনবেন। তার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন, দিনের পর দিন। আর তারপরে এসেছে সাফল্য। তিনি তার বাবা মাকে এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন। জানালেন চাকরি পেয়ে সংসার কে দেখব , এতদিনে এই সংসার আমাকে দেখেছে।