ইকো ট্যুরিজম শিলিগুড়িতে যুগান্তকারী অধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানালেন বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী রাজ বসু
শিলিগুড়ি : দার্জিলিংয়ে ইকো ট্যুরিজম হচ্ছে, আর এটা শুরু হলে এটা উত্তরবঙ্গের জন্য হবে এক যুগান্তকারী অধ্যায়। শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই কথায় জানালেন, উত্তরবঙ্গ তথা ভারতের পর্যটনের কর্ণধার রাজ বসু। তিনি জানালেন এই ভাবেই তো প্রসার ঘটে, পর্যটন শিল্পের। ইকো ট্যুরিজম শুধু পর্যটন এ আধুনিকতাই আনবে তাই নয়, মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আর এটাই হবে অনেক অনেক বড় সাফল্য মানুষের কাছে। যদি কর্মসংস্থান তৈরি হয়, সবাই কিন্তু মানুষের আগ্রহ বাড়বে সেই কাজের প্রতি। ইকো ট্যুরিজম আমার কাছে একটা বিশাল পরীক্ষা, সফল হলে ভালো লাগবে আমার । সাংবাদিকদের রাজ বাসু জানান আমি মনে করি, পর্যটনে সাফল্য পেতে গেলে, সবাইকে নিয়েই চলতে হবে। তবেই আমাদের পর্যটন এগিয়ে চলবে। এই ব্যাপারে আমি ভাবতে শুরু করেছি, জানালেন রাজ বসু।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)