ইডির আইপ্যাকের অফিস অভিযান, গোটা রাজ্যের মতো শিলিগুড়িতেও পালিত হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অভিযান কর্মসূচি
শিলিগুড়ি : ইডির আই প্যাক এর অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা বাংলা। বাদ গেল না এমনকি শহর শিলিগুড়িও, শিলিগুড়িতে এদিন এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গোটা তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পাপিয়া ঘোষ এদিন জানান অন্যায় ভাবে ইডি আইপ্যাকের অফিসে গিয়ে সকলকে জেরা করে চলেছে। এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

এদিকে সঞ্জয় তীব্রোবাল জানান এটা বিজেপির চক্রান্ত, এইভাবে তৃণমূলকে হেনস্থা করা এবং পিছিয়ে রাখা যাবে না । আমাদের বিক্ষোভ গোটা বাংলার মানুষের পক্ষ থেকে। কেন এই পদ্ধতি অবলম্বন করা হলো তার জবাব দিতে হবে ইডি কে। আগামী দিনে এই বিক্ষোভ কর্মসূচি আরো ভয়ানক আকার নেবে বলেও এদিন জানালেন সঞ্জয় টিব্রুওয়াল।এদিন এই বিক্ষোভ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সদস্যরা এবং পুরুষ এবং মহিলা সদস্যরাও। এদিন গোটা মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় এবং এআরভিউ মোড়ে গিয়ে শেষ হয়।

