উত্তরপ্রদেশের প্রতিবন্ধী যুবক শিলিগুড়িতে, পুলিশের সহায়তায় তাকে নিয়ে গেলেন তার পরিবারের লোকেরা
শিলিগুড়ি : শিলিগুড়িতে থেকে পাওয়া গেল উত্তরপ্রদেশের এক প্রতিবন্ধী যুবককে। সে গত সাত দিন আগে তার আত্মীয়ের সাথে ঘুরতে যাবে বলে বেরিয়েছিল বালিয়া থেকে। তারপরে কোনভাবে তার আত্মীয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। কোনভাবে এসে পৌছায় শিলিগুড়িতে। সেখান থেকে চলে আসে শিলিগুড়ির হাসমী চকে। সেখানে তার হাতে ট্যাটুতে তার মোবাইল নং দেখে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পুলিশ। হাসমি চকে সে ঘোরাফেরা করছিল একেবারে উদ্দেশ্যহীন ভাবে।তাতেই সন্দেহ হয় পুলিশের মনে। তারা তাকে জিঞ্জাসা করলে সে হিন্দিতে উত্তর দেয়। তখনই পুলিশ সবকিছু বুঝে যায়। পুলিশ তার হাতের মোবাইল নং দেখে তার বাড়ির লোকেদের জানায় সে শিলিগুড়িতে আছে।
এদিন সকালে তার বাড়ির লোকেরা শিলিগুড়ি থানায় এসে ওই ছেলেটিকে নিয়ে যায়। ছেলেটির নাম অজিত বাসার বয়স ২৯ জন্ম থেকেই প্রতিবন্ধী সে বলে জানায় তার বাবা মা। তবে সে পড়াশোনায় প্রচণ্ড ভালো। আত্মীয়ৈর সাথে ঘুরতে গিয়ে কোনভাবে শিলিগুড়ি চলে আসে সে। তবে অজিত জানিয়েছে পুলিশ তার সাথে প্রচণ্ড ভালো ব্যাবহার করেছে। খেতে দিয়েছে ওষুধ কিনে দিয়েছে। মমো খাইয়েছে। তাই সে আবার আসতে চায় শিলিগুড়িতে তার পুলিশ “আঙ্কেলের” কাছে।