উদ্ধার হল ১৫০ টন সাদা পাথর ,অবশেষে আন্তঃরাজ্য পাচার রুখে দিল খয়রাশোল থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : আন্তঃরাজ্য পাচার চক্র রুখে দিল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। জানা গেছে শিল্পের কাজে লাগা সাদা পাথরের পাঁচটি ট্রাক আটক করে খয়রাশোল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। সরকারি কর ফাঁকি দিয়েই চলছিল এই পাচার চক্র। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হবে।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার ১৪ নম্বর জাতীয় সড়কের ভীমগড়, বেলেডাঙ্গা ও ইসগড়ায় তল্লাশি চালিয়ে মোট পাঁচটি অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথরের ট্রাক আটক করে। প্রত্যেকটি ট্রাকে প্রায় ৩০ টন করে (মোট ১৫০ টন) সাদা পাথর অবৈধভাবে পাচার হচ্ছিল। পুলিশ জানিয়েছে সরকারি কর ফাঁকি দিয়েই অবৈধভাবে পাচার হচ্ছিল এই সাদা পাথর। অবৈধভাবে পাচার হওয়া সাদা পাথর বোঝাই পাঁচটি ট্রাক পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের খয়রাশোল হয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ডে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
