এই প্রথম রাজীব কুমার সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন CGO কমপ্লেক্সে
বেস্ট কলকাতা নিউজ : সিজিও কমপ্লেক্সে এবার সিবিআই এর জেরার মুখোমুখি হতে চলেছেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এই প্রথমবার তিনি আসছেন সল্টলেকে সিবিআই দফতরে। সূত্রের খবর, আজ শুক্রবার দুপুরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হবেন বর্তমানে এডিজি সিআইডি।জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই আজ তিনি মুখোমুখি হচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
সূত্রের খবর, গত কয়েকদফায় সিবিআই সারদা কান্ডে গঠিত সিটের অন্যতম তদন্তকারী আধিকারিক অর্নব ঘোষকেও জেরা করে। জেরা করা হয় রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিককেও। কয়েক দফায় তাঁকে জেরা করে সিবিআই। একদিকে যখন সিবিআই অর্নব ঘোষ এবং তদন্তকারী আধিকারিককে জেরা করছে সেই সময় ট্র্যাংক ভর্তি বহু নথি রাজ্য পুলিশ সিবিআইয়ের হাতে তুলে দেয় । সেগুলি খতিয়ে দেখার পরেই সিবিআই তলব করে রাজীব কুমারকে। আর সেই ডাক পেয়েই আজ সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন প্রাক্তন নগরপাল।অনুমান করা হচ্ছে ,রাজ্য পুলিশের আধিকারিকদের জেরা করে বেশ কিছু নথি পেয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সে বিষয়েই রাজীবকে কেন্দ্রীয় সংস্থা গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সূত্রের খবর।