এক বিরাট মিছিলের আয়োজন করা হল ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে, পা মেলালেন এমনকি তিন বাহিনীর সেনারাও
বেস্ট কলকাতা নিউজ : অপারেশন সিদুরের সাফল্যের পর ভারতীয় সেনার অবদানকে কুর্নিশ জানাতে এবং সেনাদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আয়োজন করা হয় এক মিছিলের। সেই মিছিলে পা মেলান ভারতীয় সেনার তিন বাহিনীর সৈনিকরাও। সেই সেনাদের মধ্যে অন্যতম ছিলেন সুবিধার কর্নেল রাজপাল সিং। জানা গিয়েছে, তিঞ্জ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়াই করেছিলেন। বর্তমানে ২১ নম্বর ব্যাটেলিয়ানের কর্মরত।

বেলুড় বাজার নেতাজি পার্ক থেকে বাদামতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সকলের সঙ্গে হাঁটেন তিনি। তাঁর স্লোগান ছিল “ভারত মাতা জিন্দাবাদ”। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। চিত্তরঞ্জন দাশের ছবি গলায় নিয়ে মিছিলের নেতৃত্ব দেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন শহীদদের সম্মান জানানো হয়। বালির পাশাপাশি ভারতীয় সেনাদের সম্মান জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া ময়দানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের এক সেনাকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘সেনাবাহিনী যেভাবে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থে লড়াই করছে তা অতুলনীয়। সেনা কর্মীদের আত্মবলিদান এবং তাদের সাহস সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর লড়াকু মানসিকতা যেভাবে অপারেশন সিঁদুরে সাফল্য এনেছে তাতে আমরা গর্বিত। আমরা সেনাদের পাশে আছি।’