এক সপ্তাহ পরে শিলিগুড়িতে আসলো বাংলাদেশের ইলিশ
শিলিগুড়ি : এক সপ্তাহ পরে শিলিগুড়িতে আসলো বাংলাদেশের ইলিশ। দামও কিছুটা কম, হাজার থেকে বারোশো টাকা কেজি। জামা গেছে পদ্মার ইলিশ এবারে কলকাতার দিকে বেশি চলে যাওয়ায় উত্তরবঙ্গের মানুষ ইলিশের দেখা খুব একটা পাননি। কিংবা আসলে। খুবই সামান্য হারে। এবারে ইলিশ শিলিগুড়িতে এসেছে দুই থেকে তিনবারের বেশি, টাকা দাম আন্ত দিক চড়া হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল ইলিশ মাছ। তবে আজ সকালে শিলিগুড়িতে ঢুকে বাংলাদেশের ইলিশ যার দাম যে প্রতি হাজার থেকে বারোশো টাকা। এর আগে যার দাম ছিল ২০০০ থেকে আড়াই হাজারের কাছাকাছি।
সম্প্রতি দেখা গেছে ইলিশ আসার বেশ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে, এবারে তা হবে না এবারে অনেক বেশি পরিমাণে ইলিশ আনা হয়েছে। তাই আশা করা যে আরো দুবার বাংলাদেশ থেকে ইলিশ শিলিগুড়িতে এসে পৌঁছাবে। সাধারণ মানুষের এই বর্ষায় ইলিশ মাছ খাওয়া একটা বিলাসিতার মতন। তাই আমাদের মত ব্যবসায়ীরাও চান কম দামের ইলিশ শিলিগুড়িতে আসুক। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষের কাছে ইলিশ মাছ একটা উৎসবের মতন, তাই ইলিশ প্রিয় বাঙ্গালীর কাছে। জানা গেছে আরো দুই থেকে তিন মাসের মধ্যে উত্তরবঙ্গে। তখন মানুষ আনন্দ করে খেতে পারবে ইলিশ মাছ।