একদম কাক ভোরে চলে আসেন তারা , পরিশ্রম করে দুটো টাকা উপার্জন করাই একমাত্র লক্ষ্য শিলিগুড়ির এই সব ফুল বিক্রেতাদের
শিলিগুড়ি : ভোর পাঁচটায় চলে আসেন তারা। পরিশ্রম করে দুটো টাকা উপার্জন করার জন্য। হ্যাঁ শিলিগুড়িতে ফুল বিক্রেতারা এভাবেই কষ্ট করে থাকেন। সারা বছর শিলিগুড়িতে প্রচুর ফুলের চাহিদা থাকে বটে । সেখানে শিলিগুড়িতে বাইরে থেকে ফুলওয়ালা আসেন প্রায় ৫০ শতাংশ। তারা জানান ভগবানের আশীর্বাদে আমাদের কোন সমস্যা হয় না, ব্যবসা করলে তো কমবেশি হবেই । সেটা তো চলতেই থাকে। আমরা ফুল বিক্রি করি পেটের তাগিদে। আর সেটাই আমাদের একমাত্র আশা একমাত্র আকাঙ্ক্ষা। এদিকে শিলিগুড়ির বিধান মার্কেটে গিয়ে দেখতে পাবেন প্রচুর ফুলওয়ালি বসে থাকেন। বিক্রিও হয় প্রচুর , তারাও জানায় একটু একটু করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমরা। তাই আমাদের ব্যবসার প্রতি একটা ভালোবাসা আছেই। এটা আগামী দিনে আরো বাড়বে বলে মনে করি আমরা। তারা আরো জানান সব থেকে বেশি ফুল কাজে লাগে ভগবানের জন্য, তারপরে অন্যান্য অনুষ্ঠানের জন্য। ভগবানের আশীর্বাদ তো থাকবেই।


