এখনো শীত না পড়ায় চিন্তায় শৈলশহরের শীতপ্রেমী মানুষেরা
দার্জিলিং : এখনো শীত না পড়ায় চিন্তায় শীতপ্রেমী মানুষেরা। ডিসেম্বর এর শুরুতেও দার্জিলিং এর মতন জায়গাতে শীত নেই। ঠান্ডা না থাকার কারনে হতাশ পর্যটকেরাও। কবে আসতে পারে সেই কাঙ্খিত শীত। জানা গেছে ডিসেম্বর এর প্রথমদিক থেকেই শীত বাড়বে শৈলশহরে। শীত পড়বে শিলিগুড়ি সহ অন্যান্য জায়গাতেও। শীতের দেখা না পাওয়ার কারনে হতাশ হতাশ হয়ে পড়ছেন হোটেল মালিকেরাও। কি কারনে দেরী হচ্ছে, এবার জানালেন আবহাওয়া দপ্তরের এক আধিকারিক মেঘ আছে আকাশে,সেই সাথে একটা বৃষ্টির সম্ভাবনা আছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। সেই কারনে বৃষ্টি হয়ে মেঘ না সরলে ঠান্ডা নামছে না উত্তরবঙ্গে। দার্জিলিং এর তাপমাত্রা রাতে দশের নীচে নামলেও দিনে বেশ ভালই গরম থাকছে। গরম জামাকাপড় এর দরকার এখনো সেইভাবে পড়ছে না শৈলশহর সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই। তবে আশার কথা ডিসেম্বর এর মাঝামাঝি থেকে কাপিয়ে পড়ছে ঠান্ডা তাই শীত দেরী হলেও আসছে উত্তরে।
শীত এখনো পড়ে নি শৈলশহরে চিন্তা কবে আসবে শীত।