এবার জঞ্জাল ফেললেই রাজকীয় জরিমানা রাজার শহর কোচবিহারে, সর্বোচ্চ অঙ্কর পরিমান ১ লক্ষ টাকা
বেস্ট কলকাতা নিউজ : নিয়ম না মেনে কোচবিহার পৌরসভার যেখানে সেখানে নোংরা বা জঞ্জাল ফেললেই ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বৃহস্পতিবার কোচবিহার শহরের বিভিন্ন অলি গলিতে ‘নির্মল’ ‘বন্ধু’দের নিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি বিষয়টি মাইকে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই গোটা শহর জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।

এদিকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, গত তিন বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। বাড়িতে দুটো করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া হয়েছে। একটিতে কঠিন বর্জ্য, অপরটিতে পচনশীল বর্জ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তা সত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না। বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশি নালায় সেটা ফেলে দিচ্ছেন। কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাকে নির্মল শহর করতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারনে ২০টি ওয়ার্ডে বাসিন্দাদের সচেতন করতে নির্মল বন্ধুদের ২৪টি মাইক দেওয়া হয়েছে প্রচার করার জন্য। এটা নিয়মিতভাবে করা হবে। রবীন্দ্রনাথঘোষ এও বলেন, ‘এবিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা কিছুদিন সময় দেব। কিন্তু তারপর যদি দেখি তাঁরা সচেতন হচ্ছেন না তাহলে তাঁদের নুন্যতম ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।