এবার দিল্লির ট্রাফিকে বদল হচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে, এমনকি ওড়ানো যাবে না ড্রোনও!
২০২৩ এর প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রস্তুতি ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে। ২৩শে জানুয়ারি ফাইনাল রিহার্সাল হওয়ার কথা। তাই নয়া দিল্লিতে এই দিন সকালে ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার কারণে দিল্লির (Delhi) রাজপথে ট্রাফিকের ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিজয় চক থেকে মহড়া শুরু হয়ে শেষ হওয়ার কথা লালকেল্লায়। এই মহড়া কড়ওয়াতি পথ, সি-হেক্সাগন, নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি হয়ে পৌঁছাবে তিলক মার্গে। এইভাবে মহড়া শেষ হবে লালকেল্লা গিয়ে। ২০২৩ এ প্রজাতন্ত্র দিবসের (Republic Day) থিম রাখা হয়েছে ‘পার্টিসিপেশন অফ দ্য কমন পিপল’ (Participation of the Common People)। এবছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতহ আল-সিসি। দিল্লি ট্রাফিক পুলিশ প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ফুল ড্রেস রিহার্সালের ব্যবস্থা সম্পর্কে একটি পরামর্শ জারি করেছে। কুচকাওয়াজের মহড়া শুরু হয় সকাল সাড়ে ১০টায়। রিহার্সাল চলাকালীন বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ডিউটি রোডে কোন যানবাহনের অনুমতি নেই। পরামর্শে বলা হয়েছে, প্যারেডের গতির ভিত্তিতেই ক্রস ট্রাফিকের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্যারেড রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মেট্রো সম্পর্কেও কিছু পরামর্শ জারি করা হয়েছে। ড্রেস রিহার্সালের সময় সমস্ত স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশন গুলিতে বোর্ডিং এবং নামার অনুমতি দেওয়া হবে না।