কনকনে ঠান্ডার জের , বিক্রি অনেকটাই কমে গেছে শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : কনকনে ঠান্ডা তাই বই বিক্রি অনেকটাই কমে গেছে শিলিগুড়ি শহরে, শিলিগুড়ির কলেজ পাড়াতে বই বিক্রি হচ্ছে, মানে বইমেলা হচ্ছে, অথচ এবারে বিক্রি একেবারেই নেই, শুনশান পরিস্থিতি। ঠান্ডা আবহাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে বিক্রি কে, আছে আর মাত্র কয়েকদিন দিন, এর মধ্যে কি বিক্রি হবে বই? প্রশ্নটা সবার কাছেই, কারণ এখন বইমেলায় বই কিনতে মানুষ কম জান, জান বেড়াতে, তাই বই বিক্রির ব্যাপারটা এখনও মানুষের মাথার মধ্যেও আসেনি, বই বিক্রি সেভাবে হচ্ছে না বলে জানিয়েছেন কলকাতা থেকে আশা বিক্রেতারা।


