করোনাগ্রাফ ফের ঊর্ধ্বমুখী ভারতে ! ২৪ ঘন্টায় ৫৯,১১৮ জন আক্রান্ত উদ্বেগ বাড়িয়ে
বেস্ট কলকাতা নিউজ : ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি । এদিকে দেশের বেসামাল অবস্থা করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে। দেশে ৫৯ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসের কবলে পড়েছে গত ২৪ ঘণ্টায়। ২৫৭ জন করোনা রোগীরও মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়। এমনকি নিম্নমুখী সুস্থতার হারও। এদিকে চিকিৎসক মহলও বেশ উদ্বিগ্ন মৃত্যুর পরিসংখ্যান আচমকাই বৃদ্ধি পাওয়ায়।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। মাত্র ৩২ হাজার ৯৮৭ জন রোগী একদিনে কোভিড মুক্ত হয়েছেন। এই মুহুর্তে দেশে ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৬৫২ দাঁড়িয়েছে মোট করোনা আক্রান্তের সংখ্যা।এখনো চিকিৎসাধীন আছেন ৪ লাখ ২১ হাজার ৬৬ জন। দেশে কোভিডের বলি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৯৪৯ জন। এখনও পর্যন্ত দেশে ৫ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৪৪০ জন করোনার টিকা নিয়েছেন।
এদিকে সবচেয়ে ভয়াবহ মহারাষ্ট্রের পরিস্থিতি। ইতিমধ্যেই সে রাজ্যের বেশ কিছু জেলায় কোথাও সম্পূর্ণ আবার কোথাওবা আংশিক লকডাউন জারি করা হয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে। মহারাষ্ট্র সরকার করোনা মোকাবিলায় এবার আরও কড়া অবস্থান নিতে চলেছে। মহারাষ্ট্রের পাশাপাশি সংক্রমণ বেড়েই চলেছে তামিলনাড়ু, কর্নাটক, কেরলেও।একই অবস্থা রাজধানী দিল্লিতেও।