কলকাতা তো দূরের কথা, কবর দেব ভারতে পা রাখলেই , সঙ্গে একটা গোলাপ’, বাংলাদেশকে হুঁশিয়ারি এই প্রাক্তন NSG কম্যান্ডোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চরম অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশের উগ্রপন্থীরা নানা হুঁশিয়ারি দিচ্ছে। ভারতকেই শুধু নয়, আমেরিকা দখলেও হুঁশিয়ারি বাংলাদেশের। এমনকি চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাকও দিয়েছে তারা। ভারতের জন্যই স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। আর সেই ভারতের বিরুদ্ধেই এমন আচরণে ক্ষুব্ধ এ দেশের মানুষ।

প্রশ্ন উঠছে, বাংলাদেশ কীসের ভিত্তিতে এমন আস্ফালন করছে? এতে কি পাকিস্তানেরও হাত রয়েছে? বাংলাদেশের মৌলবাদীরা কি জঙ্গী সংগঠনের সঙ্গেও হাত মিলিয়েছে? বাংলাদেশের নানা সংবাদমাধ্যমে সে দেশের মৌলবাদীরা বিবৃতি দিচ্ছেন, ‘চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব।’ এমনকি এও হুঁশিয়ারি দিয়েছে, ভারত তো দূর অস্ত আমেরিকাও দখল করার ক্ষমতা রাখে তারা।

বাংলাদেশের এই হুঁশিয়ারিকে অনেকেই হাস্যকর বলে মন্তব্য করেছেন। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশের এই মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ করেছেন। কলকাতা দখল দূর অস্ত, সীমান্তে এক পা রাখলে তাদের কী হাল করবেন, ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাংলাদেশের উগ্রবাধীদের কলকাতা দখলের হুঁশিয়ারি প্রসঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী টিভি নাইন বাংলাকে বলেন, ‘কলকাতা দখল তো ছেড়ে দিন। ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদের কবর দেব। তাতে গোলাপ ফুলও দেব কোনও সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্ত পেরিয়ে একটা পা রাখুক।’

প্রাক্তন এনএসজি কর্তা আরও বলেন, ‘কয়েকজন বৃদ্ধ মানুষ কথাগুলো বলছেন। ওদের যে পেসমেকারগুলো রয়েছে, সেগুলোও কলকাতা থেকে লাগানো। আগে পেসমেকারগুলো খুলে ফেরত দিন।’ তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয় বিষয় হল, ৯/১১- টুইন টাওয়ার ধ্বংসের কথা আশা করি ওদের মনে আছে। এবং ওসামা বিন লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছিল, সেখান থেকে ৯/১১ হয়। তারপর পাকিস্তানে লাদেনের কী পরিণতি হয়েছিল সেটা যেন বাংলাদেশের উগ্রপন্থীরা মনে রাখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *