কলকাতা পুরসভা এক বড় উদ্যোগ নিল পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ কলকাতাবাসীকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ কলকাতা পুরসভার। ১০৬ নং ওয়ার্ডের পূর্বাচল কাজী নজরুল পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবব্রত মজুমদার সহ কলকাতা পুরসভার জল দপ্তরের সমস্ত আধিকারিকরা । এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুর প্রতিনিধিরাও।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ১০৬ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি অরিজিৎ দাস ঠাকুর।০.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হবে এই বুস্টার পাম্পিং স্টেশনটি। এই জলাধারটি তৈরি হলে হালতু পূর্বাচলের লাল বাহাদুর শাস্ত্রী রোড এবং লাল বাহাদুর শাস্ত্রী লেন সহ পূর্বাচল মেইন রোড , বিধান রোড , সুকান্ত সরণি , এম জি রোড , সি আর দাস রোড প্রমুখ এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে । সমগ্র জলাধারটি আগামী ১৫ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে বলেও জানা গিয়েছে ।