কাজে ফাঁকি, হাসপাতালে তালাবন্দি করা হল স্বাস্থ্য আধিকারিককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নামেই গ্রামীণ হাসপাতাল৷ কিন্তু মেলে না ঠিকঠাক চিকিৎসা পরিষেবাটুকুও৷স্থানীয়দের মুখে এরকম আরও অভিযোগ শোনা গেল দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ৷ এমনকি তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল ঠিকমতো চিকিৎসা পরিষেবা না পেতে পেতে ৷ অবশেষে বহিঃপ্রকাশ ঘটল সেই ক্ষোভেরই ৷ এলাকার মানুষ বিক্ষোভ দেখালেন ব্লক স্বাস্থ্য আধিকারিককে তালা বন্ধ করে৷

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে খারাপ ইসিজি ও এক্স রে মেশিন৷ ফলে প্রতিদিনই রোগীদের ফিরে যেতে হচ্ছে ইসিজি ও এক্স রে করাতে এসে৷ এদিকে বন্ধ চক্ষু বিভাগও৷ শিশু বিভাগ নেই৷ বারবার বলা সত্ত্বে কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই এই বিভাগগুলো চালু করার ক্ষেত্রে ৷ অথচ দুবরাজপুরের পাশাপাশি চিকিৎসা পরিষেবা পেতে এই হাসপাতালে ছুটে আসেন খয়রাশোল, রাজগঞ্জের মানুষজন৷ কিন্তু এখানে পাওয়া যায় না ন্যূনতম পরিষেবাটুকুও ৷ শেখ ইন্তাজ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘হাসপাতালে কোনও পরিকাঠামো নেই৷ রোগীকে যেখানে রাখা হয় সেখানে ভর্তি জঞ্জালে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *