কিসের জটিলতা স্বাস্থ্যসাথী প্রকল্পে, কলকাতা হাইকোর্ট হলফনামা চাইল রাজ্যের কাছে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল স্বাস্থ্যসাথী মামলা নিয়ে। মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে তা বিস্তারিত ভাবে জানাতে বলা হয়েছে ওই হলফনামাতে। কীভাবে এই কার্ডে হাসপাতাল গুলিতে পরিষেবা দেওয়া হচ্ছে এমনকি তাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের আগে মূলত সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ঘোষণা করে রীতিমতো মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্যবাসীকে স্বাস্থ্যসাথী কার্ড করানোর সুযোগ করে দিয়েছেন একের পর এক দুয়ারে সরকার প্রকল্প করে।
একুেশর ভোটের পর থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ডের সংখ্যা বেড়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন মামলার শুনানিতে এও দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষ এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন। কোনও হাসপাতাল যদি এই কার্ডের সুবিধা দিতে না চায় তাহলে পদক্ষেপ করা হচ্ছে তার বিরুদ্ধেও।