কেজরীবালের এক বিরাট বড় বার্তা দিল্লির নির্বাচন নিয়ে , তবে কি ধাক্কা খাবে ‘ইন্ডিয়া’ জোট? শুরু জোর জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট করে লড়েছিল আম আদমি পার্টি ও কংগ্রেস। কিন্তু, দিল্লির ৭টি লোকসভা আসনই জেতে বিজেপি। আর কয়েকমাস পরই সেখানে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? রবিবার এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। এদিন তিনি যা বার্তা দিলেন, তাতে ধাক্কা খেতে পারে বিরোধীদের ইন্ডিয়া জোট।
ঠিক কী জানালেন কেজরীবাল? বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। পাঁচ বছর আগে দিল্লিতে বিধানসভা নির্বাচনে একাই লড়াই করেছিল কেজরীবালের দল। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি জিতে ক্ষমতা দখল করে। আর কয়েকমাস পর দিল্লিতে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে কি লোকসভার মতো কংগ্রেসের সঙ্গে জোট করবে আপ? এদিন সাংবাদিক বৈঠকে এই নিয়ে কেজরীবাল স্পষ্ট জানিয়ে দিলেন, “দিল্লিতে বিধানসভা নির্বাচনে কোনও জোট হবে না।” তাঁর বক্তব্য, “কংগ্রেস কিংবা ইন্ডিয়া ব্লকের কোনও শরিকেরই সঙ্গে জোট হবে না। একাই লড়বে আপ।”