কেজি প্রতি ৪০ টাকা, মুরগির মাংসের দাম হঠাৎ করে একলাফে বেড়ে যাওয়ায় চিন্তায় শিলিগুড়ির ক্রেতা বিক্রেতারা
শিলিগুড়ি : কেজি প্রতি বাড়ছে ৪০ টাকা শিলিগুড়িতে মুরগির মাংসের দাম হঠাৎ করে কেজি প্রতি একলাফে বেড়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছেন ক্রেতা এবং বিক্রেতারা। সামনেই বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের সময় এই সময় পিকনিকের সময়। ছোটখাটো অনুষ্ঠানের সময়। আর এই সময় হঠাৎ করে মুরগির মাংসের দাম একলাফে এতটা বেড়ে গেলে চিন্তায় পড়ে যান ক্রেতা এবং বিক্রেতারাও। বিক্রেতারা জানান মুরগির চাষের খরচ এখন অনেকটাই বেশি , তাই দাম বাড়ছে। তবে এতটা বাড়বে ভাবতে পারা যায়নি।শিলিগুড়িতে মূলত বিধান মার্কেট, হায়দার পাড়া এবং সুভাষপল্লী এই তিনটে জায়গায় প্রধানত মুরগির মাংস বিক্রি হয় বেশি। আর তিনটে জায়গায় খদ্দের সবচাইতে বেশি থাকে। সেখানে এতটা দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা এবং বিক্রেতারা। অনেকেই জানান বাড়িতে মুরগির মাংস হলে আর অন্য কিছু লাগেনা, তাই দাম বেড়ে যাওয়ায় চিন্তিত আমরা। বাচ্চাদের কাছে প্রচন্ড প্রিয় মুরগির মাংস, তাই দাম বেড়ে যাওয়ায় একটু টানতো পড়বেই। সব মিলিয়ে চিন্তার ভাজ পড়ে গেছে শিলিগুড়ির ক্রেতা এবং বিক্রেতাদের কপালে।


