কেন কমে যাচ্ছে দার্জিলিং এর কমলার কদর? এর কারন কি অন্য এলাকার কমলার জনপ্রিয়তা বাড়ছে?

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : গত কয়েক বছর ধরে পড়তির দিকে দার্জিলিং এর কমলার জনপ্রিয়তা। একেবারেই বিক্রি কমে গেছে বলে মেনে নিয়েছেন দার্জিলিং এর কমলা ব্যাবসায়ীরা। তারা জানিয়েছেন গত শীতে একেবারেই বিক্রি হয় নি দার্জিলিং এর কমলা, এমনকি যে কমলা পর্যটক দের মধ্যে আকর্ষন করে আসছিল সেই সব পর্যটকেরাও মুখ ফিরিয়ে নিয়েছেন দার্জিলিং এর কমলা থেকে। এর অন্যতম প্রধান কারন হিসাবে নেপাল এবং ভূটানের কমলাও যে দায়ী তারা মেনে নিয়েছেন। আগে কলকাতা হোক বা দিল্লী সব জায়গা থেকে যারা যারা দার্জিলিং এ আসতেন যাবার সময় বাষ্ক বাষ্ক কমলা প্যাক করে নিয়ে যেতেন। সেটাও এখন পড়তির দিকে, এমনকি দার্জিলিং থেকে কমলা শিলিগুড়িতে এসে যে পরিমানে বিক্রি হত সেটাও কমে গেছে অনেক টাই। সবমিলিয়ে চুড়ান্ত সমস্যায় দার্জিলিং এর কমলা চাষীরা।

পাশাপাশি নেপাল এবং ভূটানে কমলা চাষ শুরু করেছেন সেখানকার স্থানীয় মানুষ,যেটা তুলনামূলক ভাবে দার্জিলিং এর কমলার চাইতে অনেক কম দাম। মানুষ সেই কারনে পছন্দ করছেন সেটাই। কমলালেবুর চাষের আগ্রহও অনেকটা কমিয়ে দিচ্ছেন দার্জিলিং এর কমলা লেবু চাষ করেন যারা। অনেক সময় ক্ষতি করেই কমলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কমলালেবু দার্জিলিং এ সবচাইতে বেশী বিক্রি হয় পূজোর পর থেকে এখন সেই সময় ও বিক্রি নেই কমলার। ব্যাবসায়ীরা কমলালেবু চাষ করা ছেড়ে দিয়ে পাহাড়ী ষ্কোয়াশ বিক্রির দিকে মন দিয়েছেন বেশী। অনেকেই বলছেন প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এই হাল? সাথে জিঞ্জাসা হাল ফিরবে তো আমাদের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *