‘কোনও রাজনৈতিক নেতা প্রবেশ করতে পারবেন না যাদবপুরে’, হাইকোর্টের এক কঠিন পদক্ষেপ অশান্তিকর পরিস্থিতি রুখতে!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্টে ফের শুনানি হল যাদবপুর মামলার । ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তিকে নিয়ে সেমিনার, মিটিং করা যাবে না’, এদিন এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন। এদিন আদালত আরো প্রশ্ন তোলে , ‘যদিও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় বলে জানা ছিল, কেন রাজনৈতিক কোনও নেতা কি ভাবে সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন’?

উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র ভোটের দাবিতে চলছিল লাগাতার অশান্তি, বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে, রেহাই পাননি খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। গত ১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে যখন যাদবপুরে যান, তখন তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। একসময়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকা খুলে নেন বিক্ষোভকারীরা! ব্যাপক ভাঙচুরও চলে গাড়িতে। যাদবপুর কাণ্ডে রীতিমতো তোলপাড় চলে গোটা রাজ্য। এদিকে এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। ক্য়াম্পাসের পুলিস আউটপোস্ট বসানোর আর্জি জানায় মামলাকারীরা। গতকাল , বৃহস্পতিবার মামলাটির শুনানি হয় হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত ,এর আগে, এই মামলাটির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘এখানে আদালতের কী করার আছে। বিশ্ববিদ্য়ালয় চাইলে নিরাপত্তার জন্য পুলিস ডাকতেই পারে, পুলিসও যথাযথ ব্যবস্থা নেবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *