ক্রমশ ভয় ধরাচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি, এমনকি বুক কাঁপিয়ে দেবে চলতি মাসে আক্রান্তের পরিসংখ্যানও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এখনও শীত সেভাবে রাজ্যে প্রবেশ করেনি। এদিকে দিনে দিনে রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান কিন্তু চমকে দেওয়ার মতই। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ৪ঠা নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,২২৭। এর মধ্যে কেবল সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এসেছে ১৮,১৩৩ জনের।

অপরদিকে বেসরকারি ল্যাবে ডেঙ্গু পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এসেছে ৫,০৯৪ জনের। এভাবে দিনের পর দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াও কপালে ভাঁজ পড়েছে সরকারের। প্রতি মাসেই বাড়ছে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে জুলাইতে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৮০০ জন। অগাস্টে তা বেড়ে হয় প্রায় ৪৫০০, সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,০০০, অক্টোবরেও রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়েছে।

অপর দিকে চলতি মাসের প্রথম চার দিনে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০০-এর বেশি। প্রত্যেক মাসে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ইতিমধ্যে রাজ্যের যে সকল পুরসভা পঞ্চায়েতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সকল পঞ্চায়েত, পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। ডেঙ্গু রোধে কী কী করনীয় তা নিয়ে হয়েছে বিসস্তর আলোচনা। এদিকে কলকাতাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা ওই যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর শংসাপত্রেও উল্লেখ রয়েছে ডেঙ্গুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *